১৫তম তারুণ্য শিক্ষা বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত ৩০০ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে ইয়াকুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি ছিলেন তারুণ্য বৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কাতার শাখা বিএনপির সভাপতি মো. আবু ছায়েদ।
তারুণ্য বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিজ্ঞাপন
ইয়াকুবপুর সংঘ (তারুণ্য) সভাপতি সাংবাদিক বজলুর রহিম সুমন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম কিরণ, ছেরাজল হক আদর্শ মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম খলিল, বাহারাইন বাংলাদেশ বিজনেস ফোরামের সিনিয়র সেক্রেটারি মিজানুর রহমান, চট্টগ্রাম ট্রেড ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান তাজুল ইসলাম সোহাগ, ডা. ইউসুফ, কাতারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফসার মিন্টু, নিউজ ২৪ এর ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমন। শিক্ষা বৃত্তিপ্রাপ্ত ৩০০ মেধাবীর হাতে বৃত্তি ও সনদ তুলে দেন অতিথিরা।
ক.ম/

