শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইনানী উপকূলে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

ইনানী উপকূলে অবৈধ ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক

কক্সবাজারের ইনানী উপকূলীয় এলাকায় অবৈধভাবে মাছ ধরার দায়ে একটি আর্টিসনাল ট্রলিং বোট, বিপুল পরিমাণ ট্রলিং জাল ও সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ‘অপারেশন সমুদ্র প্রহরা’র অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কক্সবাজারের ইনানী বিচ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরবর্তীতে, জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল এবং প্রায় ১ হাজার ৭৫০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধ মাছ ধরার সঙ্গে জড়িত ১৬ জন জেলেকে আটক করা হয়।

আরও পড়ুন

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর