নীলফামারীতে জামাইয়ের প্রাইভেটকারের চাপায় শ্বশুর নিহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ ঘটনায় জামাইকে আটক করেছে পুলিশ। নিহত শ্বশুর হলেন এনতাজুল (৬৫)। তিনি দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মাস আগে আবু তাহেরের সঙ্গে মেয়ের বিয়ে দেন এন্তাজুল। বিয়ের পর জানতে পারে জামাই আবু তাহের থাই ভিসা প্রতারণার সঙ্গে জড়িত। এ নিয়ে শুক্রবার নামাজের আগে জামাতা আবু তাহের ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে জামাতা আবু তাহের তার বউকে জোর করে গাড়িতে তুলে শ্বশুরের বাড়ি হতে নিজেই কার চালিয়ে রাগ করে চলে যাচ্ছিল। এসময় গাড়ির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে জামাতা শ্বশুরকে গাড়িচাপা দেয়। ঘটনাস্থলেই শ্বশুর এনতাজুলের মৃত্যু হয়। জামাতা আবু তাহেরকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

