রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় বিপন্ন এক বিরল প্রজাতির ব্রল শকুন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে স্থানীয়রা অসুস্থ ও আহতাবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দফতর ও পশু হাসপাতালে হস্তান্তর করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনাপুর এলাকার একটি মেহগনি বাগানে বড় আকারের একটি পাখিকে দুর্বল অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা শুরু করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার জানান, প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা পাখিটি বিরল ও আন্তর্জাতিকভাবে বিপন্ন ঘোষিত ব্রল প্রজাতির শকুন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

