শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বেগমগঞ্জে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

বেগমগঞ্জে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ‘হোটেল রিয়াদ’ থেকে তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (২ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতের দিকে হোটেল থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ৪০ চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের শহীদ হক ওরফে বাবুল মোল্লার ছেলে মো. জাহিদ হাসান রাসেল। তার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া মোহাম্মদ বসু (৪২) দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. নাসির আহাম্মেদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল রিয়াদের ৩০২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে জব্দ করা একটি বিদেশি পিস্তল, ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি।


বিজ্ঞাপন


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, গ্রেফতার ব্যক্তিরা কোনো বড় ধরনের অপরাধ সংগঠনের উদ্দেশে ওই হোটেলে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর