শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরের গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের গণি আকন্দের ছেলে ও বাসটির হেলপার মুসা আকন্দ (২৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে যাত্রী জামিল হোসেন (২০)।

আরও পড়ুন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে ওই স্থানে সিমেন্ট বোঝাই ট্রাকের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার ও যাত্রীসহ ২ জন নিহত হন। এ ঘটনায় ১০ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, এ দুর্ঘটনায় নিহত দুইটি মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর