শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৭ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কান্ট্রি ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

শেয়ার করুন:

৭ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক
৭ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


বিজ্ঞাপন


পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম মিয়া জানান, উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল ৫ শতাধিক যানবাহন। শত শত মানুষ তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন। কুয়াশার মাত্রা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
 
এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে মাঝ নদীতে আটকা পড়েছিল ছোট-বড় তিনটি ফেরি।
 
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের মাঝ নদীতে আটকা পড়েছিল কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নাম ২টি ফেরি। আরিচা-কাজীরহাট নৌ-রুটে মাঝ নদীতে আটকা পড়েছিল চিত্রা নামের একটি ফেরি।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর