শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ওসমান হাদির স্মরণে জন্মভূমি নলছিটিতে স্মৃতিফলক স্থাপন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি 
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

ওসমান হাদির স্মরণে জন্মভূমি নলছিটিতে স্মৃতিফলক স্থাপন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় এই স্মৃতিফলকটি উন্মোচন করা হয়।


বিজ্ঞাপন


স্মৃতিফলক স্থাপনের সময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান বিন হাদির ছোট ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, নলছিটির বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সাথী আক্তার, স্বেচ্ছাসেবী মিল্লাত খান এবং সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত সকলে শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন বলেন, “সারাদেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসত, সেই ভালোবাসা এমনি এমনি সৃষ্টি হয়নি; এটি ছিল তার জীবনের অর্জন। পরিবারের সবার কাছে ওসমান ছিল অত্যন্ত আদরের। এলাকাবাসীর কাছেও সে ছিল সমান জনপ্রিয়।” এ সময় তিনি ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে হত্যার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদি শাহাদাতবরণ করেন। পরবর্তীতে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর