শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় গাছ চাপা পড়ে ২ বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০২:১৫ এএম

শেয়ার করুন:

গাইবান্ধায় গাছ চাপা পড়ে ২ বোনের মৃত্যু
নিহত দুই বোনের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে গাছ কাটার সময় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল থেকে মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে গাছ কাটার কাজ চলছিল। পাশের বাড়ির ১১ বছর বয়সী ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটার কাজ দেখতে যায়। এ সময় কাটতে থাকা গাছটি হঠাৎ তাদের উপরে পড়ে।


বিজ্ঞাপন


পরিস্থিতি ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন ও গাছের মালিকরা পাতা দিয়ে দুই শিশুকে ঢেকে দ্রুত পালিয়ে যান। সন্ধ্যায় নিখোঁজ দুই বোনকে খুঁজতে গিয়ে বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা অভিযোগ করেছেন, সঠিক সময়ে উদ্ধার করলে তাদের বাঁচানো যেত। ঘটনার বিচার দাবি করেছেন তিনি।

গাইবান্ধা সদর থানার ওসি সুমঙ্গল কুমার দাশ জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর