শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁদা চাইতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপিকর্মী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০১:২৭ এএম

শেয়ার করুন:

চাঁদা চাইতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপিকর্মী
রাস্তার কাজে চাঁদা চাইতে গিয়ে গণপিটুনির শিকার বিএনপিকর্মী। ছবি: সংগৃহীত

রাজশাহীর নওহাটা কলেজ মোড় এলাকায় বুধবার বিকেলে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। সড়ক নির্মাণের কাজ করতে গিয়ে স্থানীয় যুবদল কর্মী আজাদ আলীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন বিএনপি কর্মী আতাবুর রহমান। শেষ পর্যন্ত ঘটনা হাতাহাতিতে রূপ নেয়।

আতাবুর রহমান নওহাটা পৌরসভার বাঘাটা মহল্লার বাসিন্দা। তিনি নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেনের অনুসারী। স্থানীয়রা জানান, তিনি কাজ চলাকালীন সময়ে আজাদ আলীর কাছে চাঁদা দাবি করেন।


বিজ্ঞাপন


আজাদ আলী অভিযোগ করেন, কাজ শুরু হতেই আতাবুর রহমান তার কাছে টাকা দাবি করেন। তা না দিলে ভেকু গাড়ি ভেঙে ফেলার হুমকি দেন। তিনি বলেন, আমি নিজেও বিএনপি, তুমি-ও বিএনপি। কিসের টাকা? এই কথার পর দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। “যেখানে স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন, তারা আতাবুরকে ধরে গণপিটুনি দেন,” আজাদ জানান।

পিটুনির পরে আজাদ ও তার ব্যবসায়িক অংশীদার বিপ্লব হোসেন পবা থানায় যান। অভিযোগ, আতাবুর তার সমর্থক নিয়ে থানার সামনেই তাদের মারধর করেন। পুলিশ উভয়পক্ষকে মীমাংসার পরামর্শ দিয়েছে।

আজাদ আরও অভিযোগ করেন, আতাবুর মাদক ব্যবসায় জড়িত এবং ৫ আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজির ঘটনায় সক্রিয় ছিলেন। তিনি বলেন, বিএনপির কেউ কেউ তাকে প্রশ্রয় দেন।

নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আজাদ যুবদলকর্মী, আতাবুরও বিএনপিকর্মী। তবে চাঁদা চাইতে যাওয়াটা কখনও মানায় না। ৫ আগস্টের পর আতাবুরের আচরণ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


বিজ্ঞাপন


পবা থানার ওসি আব্দুল মতিন জানান, মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ দিলে তা তদন্ত করা হবে।

আতাবুর রহমান বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সফল হয়নি।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর