শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কত সম্পদের মালিক বিএনপি প্রার্থী ফজলুর রহমান?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

কত সম্পদের মালিক বিএনপি প্রার্থী ফজলুর রহমান?
বিএনপি প্রার্থী ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ–৪ আসনে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের সম্পদের হিসাব তুলে ধরেছেন।

তথ্য অনুযায়ী, ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে তাঁর নামে দুটি ফ্ল্যাট আছে। এসব ফ্ল্যাটের আনুমানিক মূল্য দেখানো হয়েছে ২০ লাখ টাকা।


বিজ্ঞাপন


২০২৫–২৬ অর্থবছরের জন্য তিনি নিজের মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩২ লাখ ৩৫ হাজার ৫০৩ টাকা। তাঁর স্ত্রীর সম্পদের পরিমাণ ২৯ লাখ ৮৭ হাজার ৫২৯ টাকা।

পেশায় আইনজীবী ফজলুর রহমান। উত্তরাধিকারসূত্রে পাওয়া ৫ একর জমির পাশাপাশি রয়েছে দুটি ফ্ল্যাট ও ১৩ হাজার ৩৬৬ টাকার শেয়ার। পেশা থেকে তাঁর বার্ষিক আয় ২ লাখ ১২ হাজার ৯০০ টাকা।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাঁর হাতে নগদ রয়েছে ২১ লাখ ৬৭ হাজার ৪৫২ টাকা এবং ১ দশমিক ২৫ কাঠা অকৃষি জমি। সব মিলিয়ে তাঁর মোট অর্জিত সম্পদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ টাকা।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর