গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জেলার কাশিয়ানী উপজেলার জয়নগর বাজার কমিটির উদ্যোগে জয়নগর বাজারে জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকার জানাজার সময়ের সঙ্গে মিল রেখে জয়নগর বাজারে ব্যবসায়ী, বিএনপির নেতাকর্মীরা ও সাধারণ মানুষ জড়ো হন। পরে জয়নগর বাজারে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজায় মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল শেখ, জয়নগর বাজার কমিটির সভাপতি শাজাহান হোসেন উপস্থিত ছিলেন।
তারা বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ায় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। আমরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
প্রতিনিধি/ এজে

