সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর কুষ্টিয়া আলিয়া মাদরাসা, ভেড়ামারা পাইলট হাইস্কুল মাঠ এবং মিরপুর পাইলট হাইস্কুল মাঠে পৃথক ভাবে স্থানীয়দের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জানাজায় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বেগম খালেদা জিয়ার স্মরণে জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপোশহীন রাজনৈতিক নেতৃত্বকে হারাল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
জানজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
প্রতিনিধি/ এজে

