বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি স্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আগুনে বিপুল পরিমাণ মালামাল ধ্বংস হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে আশপাশের দোকান ও ঘরে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান এবং দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ছাড়া মিলের ভেতরে থাকা তুলা (ঝুট) মালামাল ও তিনটি তুলা প্রক্রিয়াজাতকরণ মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, বশির খান দীর্ঘ তিন বছর ধরে মানিকঝুড়িতে দেলোয়ার বিশ্বাসের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলা (ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আগুন লাগার সময় মিলের ভেতরে দাহ্য তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
খবর পেয়ে আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের ইউনিট, আমতলী থানার পুলিশ এবং নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. হানিফ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস

