বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির শজারু উদ্ধার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে লোকালয় থেকে বিলুপ্ত প্রজাতির শজারু উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকা থেকে একটি শজারু উদ্ধার করেছে বন বিভাগ।

বুধবার (৩১ ডিসেম্বর ) সকালে ফসলের খেতে ঘোরাফেরা করতে দেখা গেলে স্থানীয়দের নজরে আসে প্রাণীটি।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে খেতে দৌড়াদৌড়ি করা কাঁটাযুক্ত প্রাণীটি দেখতে পেয়ে গ্রামের লোকজন জড়ো হন। পরে তাড়া করে শজারুটিকে ধরে একটি বাঁশের তৈরি ঝাঁপির নিচে আটকে রাখা হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বন বিভাগকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন

শ্বশুরবাড়ির উঠানে পড়ে ছিল জামাইয়ের মরদেহ

সংবাদকর্মী নুর হাসান জানান, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে শজারুটিকে উদ্ধার করেন।

বন বিভাগের পঞ্চগড় সদর উপজেলা বিট কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, উদ্ধার করা শজারুটি প্রাপ্তবয়স্ক। এর ওজন প্রায় আট কেজি এবং দৈর্ঘ্য আনুমানিক দেড় ফুট। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে শজারুটি লোকালয়ে চলে এসেছিল।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, উদ্ধার করা শজারুটিকে প্রাথমিকভাবে তেঁতুলিয়া ইকো পার্কে পাঠানো হয়েছে এবং সেখানে নিরাপদে রাখা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর