মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১টার দিকে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসান হাউলিদার স্বাক্ষরিত সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরকেওয়ার ও নতুন আমঘাটা গ্রামে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কালাম দেওয়ান (৫৮), মামুন দেওয়ান (৪৮) ও রিয়াদ হোসাইন (২৫) নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ২টি ককটেল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং ৪টি বিয়ার বোতল জব্দ করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, আটক মামুন দেওয়ান পূর্বে মোল্লাকান্দিতে সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। এছাড়া আটক ব্যক্তিরা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আতিক মল্লিক গ্রুপের সদস্য এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে আটক ব্যক্তিদের এবং জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সেনাবাহিনী জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জ জেলায় সন্ত্রাস, নাশকতা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
প্রতিনিধি/টিবি

