বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ এএম

শেয়ার করুন:

খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সেন্টু মার্কেটের অস্থায়ী জেলা বিএনপির কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহাব্বয়ক গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড:রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বিশ্বাস বুলু,নবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান,সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মতিন। 

এ সময় বক্তারা বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো।’

মোনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর