দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
তবে হাসান মামুন জানান, বহিষ্কারের দু’দিন আগেই গত ২৮ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ জমা দিয়েছেন তিনি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে নুরুল হক নুরের সঙ্গে সমঝোতা করায় নিজস্ব প্রার্থী দেয়নি বিএনপি। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে সোমবার মনোনয়ন জমা দিয়েছেন হাসান মামুন।
এ বিষয়ে হাসান মামুন জানান, বিএনপির সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত, আমি গত ২৮ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দিয়েছি। নেতাকর্মীদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।
বিজ্ঞাপন
জানা গেছে, এ আসনে যুগপৎ শরিক হিসেবে বিএনপির সমর্থন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
প্রতিনিধি/ এজে

