কক্সবাজারের চকরিয়ায় একটি মামলায় পুলিশের কাছে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাকারা দরগাহ রাস্তার মাথা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, জমির বিরোধ নিয়ে গত রোববার গ্রামের বদিউল আলম ও আহমদ ছবি পক্ষের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলাম ও ফরিদুল আলম পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা হলে পুলিশ তদন্তে আসে। তদন্তকালে সাইফুল ইসলাম পুলিশের কাছে ঘটনার সত্যতা নিয়ে সাক্ষ্য দেন। বিবাদী পক্ষ তাকে সাক্ষ্য দিতে নিষেধ করলেও তিনি তা শোনেননি।
এতে ক্ষুব্ধ হয়ে বিবাদী পক্ষ অন্য একটি মামলায় সাইফুলকে আসামি করে। সোমবার রাতে ওই মামলার আসামিদের ধরতে পুলিশ গ্রামে অভিযানে এলে সাইফুল গ্রেপ্তার এড়াতে বাড়ির পাশের বিলে গিয়ে লুকান। পুলিশ তাকে খুঁজে না পেয়ে ফিরে গেলেও, ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজে বের করে পিটিয়ে হত্যা করে। এ ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিশকাত মিয়া অভিযোগ করেন, প্রতিবেশীর জমি অবৈধভাবে দখল করতে চাইছিলেন নুরুল ইসলাম। সাইফুল এর বিরোধিতা করায় এবং পুলিশের কাছে সত্য সাক্ষ্য দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে বের করে পিটিয়ে হত্যা করা হয়েছে।
কাকারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত সাইফুল অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। ভূমি দখলদারদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং পুলিশের কাছে সত্য সাক্ষ্য দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
বিজ্ঞাপন
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মুনির হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/একেবি

