বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাগেরহাটে দুই ভাইসহ সব সংসদীয় আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি, বাগেরহাট      
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে দুই ভাইসহ সব সংসদীয় আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ৩২ প্রার্থীর মধ্যে দুই ভাইসহ সব আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এরমধ্যে মধ্যে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে বাগেরহাটের এক, দুই ও তিন আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দলটির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। এম এ এইচ সেলিমের মনোনয়ন পত্র জমা দেওয়া বাগেরহাট -২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে তার আপন ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামও (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাগেরহাটের চারটি সংসদীয় আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

জেলা রিটার্নিং কর্মকর্তার দফতরের তথ্য অনুযায়ী-


বিজ্ঞাপন


বাগেরহাট-১ (ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারী)

এই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী হচ্ছেন কপিল কৃষ্ণ মণ্ডল। এই আসনে বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম ও জেলা বিএনপি নেতা প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মো. মামুনুল হক, জামায়াতের মো. মশিউর রহমান খান, ইসলামী আন্দোলন মুজিবুর রহমান শামীম।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া)

এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এই আসনে বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম ও তার আপন ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামও (স্বতন্ত্র) প্রার্থী হয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।


বিজ্ঞাপন


বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা)

এই আসনে ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাগেরহাট-২ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম। এই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)

এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী সোমনাথ দে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজি খায়রুজ্জামান শিপন। এই আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল আলীম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর