বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি
ঝালকাঠি -১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

ঝালকাঠি -১ (রাজাপুর -কাঁঠালিয়া) আসনের এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পোস্টে মিতু জানান, একটি নম্বর (+966548680436) থেকে তাকে পুড়িয়ে বা কুপিয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, আগে বিষয়টি প্রকাশ করেননি, কারণ চাননি সবাইকে উদ্বিগ্ন করতে। তবে জোটের নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ায় নতুনভাবে হুমকির ঘটনা বেড়ে গেছে।

আরও পড়ুন

যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

 

ডা. মিতু বলেন, তিনি ভয় পাচ্ছেন না এবং অন্যদেরও বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, হুমকিদাতারা এখন এআই ভিডিও, ন্যুড ছবি ও এডিট করা ছবি ব্যবহার করতে পারে। সবকিছুর জন্য তিনি আল্লাহর ওপর ভরসা রাখছেন এবং সবার কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।


বিজ্ঞাপন


thumbnail_1000058606

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর