মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাতক্ষীরা সদরে বিভিন্ন মামলার পলাতক চার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরা সদরে বিভিন্ন মামলার পলাতক চার আসামি গ্রেফতার

সাতক্ষীরা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের দিকনির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নিখোঁজের পরের দিন বাঁশ বাগানে মিলল কলেজছাত্রের মরদেহ

গ্রেফতার আসামিরা হলেন, আগরদাড়ি মাঝেরপাড়া এলাকার ছাকাওয়াত উল্লাহ (৫৫), রইচপুর এলাকার মো. মোতাহার (৪৮) ও মো. মনিরুল ইসলাম এবং কামালনগর এলাকার ফারুক হোসেন (৩৫)। তারা সবাই সাতক্ষীরা সদর থানার বিভিন্ন মামলার পলাতক আসামি।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিধি অনুযায়ী পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর