মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল: দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বাংলাদেশের রাজনীতির মহাকালের এক অনন্য নেতৃত্ব, দেশের অভিভাবক ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে দুলুর মিডিয়া সেলের আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিমের স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এসব বলেন।


বিজ্ঞাপন


বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারাল। তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় তার আপসহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন

বেগম জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির শোক

দুলু আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি। দেশ ও জাতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর