মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলফামারী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্রীড়া সংগঠক মিনহাজুল 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

নীলফামারী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ক্রীড়া সংগঠক মিনহাজুল 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মিনহাজুল ইসলাম মিনাজ। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে নীলফামারী জেলা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে নীলফামারী সদর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় মিনহাজুল ইসলাম মিনাজ নীলফামারীর সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা। 

মিনহাজুল ইসলাম মিনাজ দেশের ক্রীড়াঙ্গনে পরিচিত একটি নাম। তিনি দেশের অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

তার উদ্যোগ ও নেতৃত্বেই নীলফামারী জেলায় আধুনিক মানের বসুন্ধরা ভেন্যু নির্মাণ সম্ভব হয়েছে, যা জেলার খেলাধুলা ও তারুণ্যনির্ভর কর্মকাণ্ডে নতুন গতি এনে দিয়েছে।

করোনাভাইরাস মহামারির সময় মিনাজের মানবিক ভূমিকা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়। সেই সংকটময় সময়ে তিনি নীলফামারীর বিভিন্ন এলাকায় অসহায়, কর্মহীন ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাধারণ মানুষের পাশাপাশি যুব সমাজের মধ্যেও মিনহাজুল ইসলাম মিনাজের গ্রহণযোগ্যতা রয়েছে। 

বিশেষ করে যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে খেলাধুলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগ নীলফামারীতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

নির্বাচন প্রসঙ্গে মিনহাজুল ইসলাম মিনাজ বলেন, আমি বিশ্বাস করি, একটি দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। নীলফামারীর যুবকদের জন্য কর্মসংস্থান, ক্রীড়া ও প্রশিক্ষণভিত্তিক সুযোগ তৈরি করাই আমার প্রধান লক্ষ্য। রাজনীতিতে মানবিকতা, সততা ও স্বচ্ছতা ফিরিয়ে এনে তরুণদের রাজনীতিমুখী করতে চাই।

তিনি আরও বলেন, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নীলফামারীকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও ক্রীড়ানির্ভর জেলা হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সমাজসেবা, ক্রীড়া উন্নয়ন এবং যুব সমাজকে সম্পৃক্ত করার অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিনহাজুল ইসলাম মিনাজের নির্বাচনে অংশগ্রহণ নীলফামারী-২ আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর