মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২
নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন - কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন  ও টাঙ্গাইল জেলার বাসিন্দা বিপ্লব হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মালামাল নিয়ে তাকওয়া ফুড নামে একটি কাভার্ডভ্যানে এসআর সোহাগ হোসেন রংপুরে যাচ্ছিলেন। এ সময় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন কাভার্ডভ্যান চালক এবং ওই কোম্পানির এসআর ঘটনাস্থলে নিহত হন। অপরদিকে দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ ও কাভার্ডভ্যানটি উদ্ধার করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালকসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত কাজ চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর