দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে দলীয় মনোনয়নপ্রাপ্তদের হিসেবে রয়েছেন বিএনপির ৭ জন, জামায়াতে ইসলামীর ৬ জন, জাতীয় পার্টির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬ জন, খেলাফত মজলিসের ৩ জন ও এনসিপির ১ জন। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মুসলিম লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও অংশ নিচ্ছেন। ছয়টি আসনের মধ্যে দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির তিনজন নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘নির্বাচন বানচালের জন্য হাদিকে গুলি করা হয়েছিল’
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপির আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট চাঁন মিয়া, জাকের পার্টির রঘুনাথ চন্দ্র রায়, গণঅধিকার পরিষদের মো. রিজুওয়ানুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরী।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- বিএনপির মো. সাদিক রিয়াজ পিনাক, জামায়াতে ইসলামীর এ কে এম আফজালুল আনাম, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, জাতীয় পার্টি-জেপির সুধীর চন্দ্র শীল, ইসলামী আন্দোলনের মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোকাররম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জুবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ ও আনোয়ার চৌধুরী জীবন।
দিনাজপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন। হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এছাড়া একই দলের সৈয়দ জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মো. মাঈনুল আলম, জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল, জনতার দলের মো. রবিউল ইসলাম সোহাগ, ইসলামী আন্দোলনের মো. খাইরুজ্জামান, বাসদের কিবরিয়া হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের লায়লাতুল রিমা, খেলাফত মজলিসের রেজাউল করিম ও কমিউনিস্ট পার্টির অমৃত কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপির আলহাজ আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হুসাইন নদভী।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এ কে এম কামরুজ্জামান, জামায়াতের মো. আনোয়ার হোসেন, এনসিপির ডা. আব্দুল আহাদ, জাতীয় পার্টির মো. কাজী আব্দুল গফুর, আমজনতা দলের মো. ইব্রাহিম আলী মন্ডল এবং খেলাফত মজলিসের মো. আব্দুল কাদের চৌধুরী।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জে এম রেজওয়ানুল হক ও বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু। এছাড়া স্বতন্ত্র হিসেবে মো. হযরত আলী বেলাল ও মো. রুস্তম আলীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- বিএনপির ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, জামায়াতের আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির মো. রেজাউল হক, এবি পার্টির মো. আব্দুল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, বাসদের মো. আব্দুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ ও মো. আব্দুল্লাহ।
দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিলের এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/ এমইউ

