মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

শেয়ার করুন:

কক্সবাজারে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি আটক

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি ঊদ্দিন।


বিজ্ঞাপন


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় টেকনাফ থেকে কক্সবাজার শহরের দিকে আসা একটি সাদা রঙের প্রভোক্স প্রাইভেটকার পুলিশের চেকপোস্ট এড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া শুরু হয়। একপর্যায়ে কক্সবাজার পৌরসভাস্থ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় মডেল মসজিদের পাকা রাস্তার সামনে গাড়িটিকে আটকাতে সক্ষম হয় পুলিশ। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ৯২ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় গাড়ির চালক রেজাউল করিমকে (৩২) ইয়াবা ও গাড়িসহ গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমি ঊদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ থেকে কক্সবাজার শহরে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এই পুলিশ অফিসার।


বিজ্ঞাপন


এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে কক্সবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর