ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তাঁর পক্ষে নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক ও নাজিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী।
মনোনয়ন দাখিল প্রসঙ্গে আজমল হোসেন লেবু বলেন, রংপুর-৩ (সিটি কর্পোরেশন-সদর) আসনে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যারের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে রংপুর ৩ আসন বরাবরই জাতীয় পার্টির দখলে ছিলো। আগামীতেও থাকবে ইনশাল্লাহ। তা ছাড়া বিগত সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান স্যার রংপুরের উন্নয়নে সবসময় আন্তরিক ছিলেন। এবারের নির্বাচনেও বিপুল ভোটে লাঙল মার্কা জিতবে।
উল্লেখ্য : গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) রংপুর ৩ আসনে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হয়েছিলেন। এর আগে আসনটিতে ৪ বার নির্বাচিত হয়েছিলেন প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ। একবার করে শফিকুল গণি স্বপন ও মোফাজ্জল হোসেন এবং রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য ছিলেন। সবমিলিয়ে ১৯৮৬ সাল থেকে আসনটি জাতীয় পার্টির দখলে।
প্রতিনিধি/ এজে

