মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দলীয় পরিচয় ছেড়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার কন্যা অন্তরা সেলিমা

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

দলীয় পরিচয় ছেড়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা কন্যা অন্তরা সেলিমা
দলীয় পরিচয় ছেড়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা কন্যা অন্তরা সেলিমা।

তৃণমূল বিএনপি’র নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে তার মনোনয়নপত্র জমা দেন।


বিজ্ঞাপন


বিকেল ৫টার দিকে দোহার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মাইদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাদান শেষে এক বিবৃতিতে অন্তরা সেলিমা বলেন, ‘আমার বাবা ব্যারিস্টার নাজমুল হুদা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে যে অনবদ্য অবদান রেখেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই আমি নির্বাচনে এসেছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী এবং নির্বাচিত হলে বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব।’

তৃণমূল বিএনপি’র শীর্ষ নেতৃত্বে থাকা সত্ত্বেও কেন তিনি স্বতন্ত্র প্রার্থী হলেন, এমন প্রশ্নের জবাবে তার নির্বাচনী সমন্বয়ক আক্কাস আলী খান জানান, বর্তমানে দলটির আনুষ্ঠানিক কার্যক্রম স্থবির থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল বিএনপি ২০১৫ সালে সাবেক মন্ত্রী নাজমুল হুদা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। নাজমুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্যাগ করার পর এই দলটি গঠন করেছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বড় দলগুলোর অনুপস্থিতিতে এই দলটিকে বিকল্প প্ল্যাটফর্ম হিসেবে দেখা হতো। ২০২৩ সালে নাজমুল হুদার মৃত্যুর পর অন্তরা সেলিমা হুদা দলের হাল ধরেন।


বিজ্ঞাপন


ঢাকা-১ আসনে অন্তরা সেলিমা হুদার এই অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর