আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে যশোর জেলা। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, যশোরের ৬টি আসনে মোট ৭১টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছিল, যার মধ্যে শেষ পর্যন্ত ৪৭টি জমা পড়েছে।
বিজ্ঞাপন
যশোর-১ আসনে ৭টি, যশোর-২ আসনে ১১টি, যশোর-৩ আসনে ৬টি, যশোর-৪ আসনে ১০টি, যশোর-৫ আসনে ৮টি, যশোর-৬ আসনে ৫টি মনোনয়নপত্র জমা হয়েছে।
৮৫ যশোর-১ আসন
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে মো. জাহাঙ্গীর আলম চঞ্চল (জাতীয় পার্টি), মো. বখতিয়ার রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নূরুজ্জামান লিটন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মুহাম্মাদ আজিজুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. শাহজাহান আলী গোলদার (স্বতন্ত্র), মো. মফিকুল হাসান তৃপ্তি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি) ও মো. আবুল হাসান জহির (স্বতন্ত্র)।

বিজ্ঞাপন
৮৬ যশোর-২ আসন
এই মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মেহেদী হাসান (স্বতন্ত্র), মো. ইসহাক (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. ইদ্রিস আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. ফিরোজ শাহ (জাতীয় পার্টি), মো. জহুরুল ইসলাম (স্বতন্ত্র), মো. শামছুল হক (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ), মোহাম্মদ মোসলেম উদ্দিন ফরিদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. ইমরান খান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ), রিপন মাহমুদ আমার বাংলাদেশ পার্টি, মোসা. সাবিরা সুলতানা-(বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)।
![]()
৮৭ যশোর-৩ আসন
এ মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল কাদের (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. খবির গাজী (জাতীয়পার্টি), অনিন্দ্য ইসলাম অমিত (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), রাশেদ খান (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মোহাম্মদ শোয়াইব হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ও নিজামউদ্দিন অমিত-জাতীয় গণতান্ত্রিক পার্টি।

৮৮ যশোর-৪ আসন
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, নাজিমউদ্দিন আল আজাদ(স্বতন্ত্র), মো. জহুরুল হক জাতীয়পার্টি, অ্যাডভোকেট এ এইচ সাবেরুল হক সাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুকৃতি কুমার মণ্ডল (বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি-বিএমজেপি), বায়েজিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফারজী মতিয়ার রহমান জাতীয়তাবাদী দল বিএনপি, মাওলানা আশেক এলাহি (খেলাফত মজলিশ), গোলাম রসুল বাংলাদেশ জামায়াতে ইসলামী, টি এস আইয়ুব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ফারহান সাজিদ (স্বতন্ত্র)।

৮৯ যশোর-৫ আসন
এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, মো. রশীদ আহমাদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মো. জয়নাল আবেদীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. কামরুজ্জামান স্বতন্ত্র, গাজী এনামুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী, শহীদ মো. ইকবাল হোসেন স্বতন্ত্র, এম এ হালিম জাতীয় পার্টি, এ বিএম গোলাম মোস্তফা স্বতন্ত্র ও মো. নজরুল ইসলাম স্বতন্ত্র।

৯০ যশোর-৬ আসন
এই মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা- জি এম হাসান (জাতীয় পার্টি), মো. শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মোক্তার আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. মাহবুব হাসান (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি), মো. আবুল হোসেন আজাদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)।
প্রতিনিধি/এসএস

