সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ১০১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


৭৩ জন প্রার্থীর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ জন, ব্রাহ্মণবাড়িয়া -২- আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) ১১জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসনে ১৪ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে বিএনপি ও ২টি আসনে বিএনপির জোট প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-

bbariya_20261228_134526855

 ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন


বিজ্ঞাপন


এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ.কে.এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী এস.এম শহিদ উল্লাহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. শাহআলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইসলাম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুসাইন আহমদ, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এ.কে একরামুজ্জামান সুখন, জেলা বিএনপির সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।

bbariya_20261229_123812925

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর, আংশিক)

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, খেলাফত মজলিশের আবুল ফাতাহ মো. মাসুক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেছার আহমদ, জেএসডির তৈমুর রেজা মো. শাহজাদ, জাতীয় পার্টির অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. মোবারক হোসাইন, এনসিপির আশরাফ উদ্দিন মাহদি, আম জনতা পার্টির শরিফা আক্তার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাঈন উদ্দিন, স্বতন্ত্র রুমিন ফারহানা ও এস এন তরুণ দে।

bramon_20261229_202800866

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর আংশিক) আসন

এই আসনে বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের হাফেজ মো. এমদাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম, এনসিপির আতাউল্লাহ, জাতীয় পার্টির অ্যাডভোকেট রেজাউল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. আবু হানিফ ও স্বতন্ত্র নূরে আলম সিদ্দিকী, আয়েশা আক্তার, মো. ওমর ইউসুফ খান, মো. কাজী জাহাঙ্গীর, আরিফুর রহমান, মুহাম্মদ মুহসিনুল হাসান।

আরও পড়ুন

আল্লাহর পরিকল্পনায় আমি স্বতন্ত্র প্রার্থী: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন

এ আসনে বিএনপির মুশফিকুর রহমান ও কবীর আহমেদ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার, জাতীয় পার্টিও মো. জহিরুল হক খান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, গণঅধিকার পরিষদের মো. জহিরুল ইসলাম চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রফি উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. হাফেজ আলম, মো. জসিম ও স্বতন্ত্র নাছির উদ্দিন হাজারী।

ss_20261229_164424960

ব্রাহ্মণবাড়িয়া- ৫-(নবীনগর) আসন

এই আসনে বিএনপির আবদুল মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবদুল বাতেন, জাতীয় পার্টির আরিফুল ইসলাম রুবেল, ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম নজু, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হক, স্বতন্ত্র কাজি নাজমুল হোসেন, স্বতন্ত্র নজরুল ইসলাম ভুঁইয়া।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন

এই আসনে গণসংহতি আন্দোলনের মো. জোনায়েদ, আব্দুর রহিম সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদ উদ্দিন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. হাবিবুর রহমান, স্বতন্ত্র আবদুল খালেক ও মো. মেহেদী হাছান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর