ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাগুরা দুটি আসনে ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মাগুরা-১ আসন থেকে ১০ জন ও মাগুরা-২ আসন থেকে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, গণঅধিকার প্রার্থী ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মো. জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিশের প্রার্থী মো. ফয়জুল ইসলাম, গণফোরামের প্রার্থী মো. মিজানুর রহমান এবং শ্রীপুর আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।
বিজ্ঞাপন
অন্যদিকে মাগুরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ (বাকের), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল, জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।
প্রতিনিধি/ এজে

