আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের ২টি আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সহকারী রিটার্নিং কার্যালয়ে নড়াইল-১ আসন থেকে ১৫ জন ও নড়াইল-২ আসন থেকে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞাপন
নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নড়াইল জেলার দুই আসন থেকে মোট ২৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে ২৪ জন সংসদ সদস্য প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জানা গেছে, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত জেলা সেক্রেটারী সংগঠন মনোনীত মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার উপদেষ্টা হযরত মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুর রহমান, স্বতন্ত্র হিসেবে এসকে এম সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, মো. সাকিব হাসান, আসজাদুর রহমান, গাজী খালিদ আশরাফ সাফী, গাজী মাহাবুউয়ার রহমান, মো. উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, বিএম নাগীব হোসেন, ও সুকেশ সাহা আনন্দসহ মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ড. ফরিদুজ্জামান ফরহাদ, জেলা জামায়াতে ইসলামী মনোনীত নড়াইল জেলা আমীর মো. আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মাওলামা তাজুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফায়েক, গন অধিকার পরিষদ (জিওপি) মো. নূর ইসলাম, খেলাফত মজলিস থেকে মুফতি আবদুল হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. সোয়েব আলী এবং স্বতন্ত্র হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এবং ফরিদা ইয়াসমিনসহ মোট ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

