সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়: জি কে গউছ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়: জি কে গউছ

হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে জি কে গউছ শায়েস্তানগর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন।


বিজ্ঞাপন


মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, ২০২৪-এর গণঅভ্যুত্থানে হবিগঞ্জের প্রথম শহীদ ছাত্রদল নেতা রিপন শীলের মা রুবি রানী শীল (প্রার্থীর প্রস্তাবকারী/সমর্থনকারী হিসেবে), হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী এবং প্রার্থীর প্রধান এজেন্ট হাজী এনামুল হক।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি কে গউছ বলেন, ‘রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। ব্যক্তিগত কাদা ছোঁড়াছুড়ি না করে আসুন আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাই এবং তাদের মন জয় করি। আগামীতে জনসেবার জন্য ভোটাররা কাকে বেছে নেবেন, সেই সিদ্ধান্ত তারাই দেবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষ যখনই কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে।’

বিগত নির্বাচনের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, ‘২০১৮ সালেও আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। তখন প্রশাসন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেও আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়ে গেছে। নিশ্চয়ই সেই দিন আর ফিরে আসবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশের আগামী নির্বাচন হবে বিশ্বের জন্য একটি মডেল। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও বলেছেন, একটি নিরপেক্ষ নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় হবে। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, তা পূরণে আইজিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নিজের ভোট নিজে দিতে চাই এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চাই।’


বিজ্ঞাপন


জি কে গউছ পরিশেষে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে আজ তিনিও কোনো না কোনো রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতেন। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন এবং তিনি যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি দিতে পারেন।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর