ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে।
চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে ২ জন, চাঁপাইনবাবগঞ্জ—২ (নাচোল—গোমস্তাপুর—ভোলাহাট) আসনে ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ—৩ (সদর) আসনে ৩ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞাপন
![]()
চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, আজ সোমবার সকালে জামায়াতের প্রার্থী মাওলানা কেরামত আলী তার মনোনয়নপত্র দাখিল করেছেন। আর এর আগেরদিন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. শাহাজাহান মিঞা তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ—২ (নাচোল—গোমস্তাপুর—ভোলাহাট) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সি জানান, আজ সকালে জামায়াতের প্রার্থী ড. মিজানুর রহমান তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম রোরবার বিকেলে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
![]()
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, আজ সোমবার এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ—৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ, জেএসডির মো. ফজলুর ইসলাম খাঁন সুমন, ও চাঁপাইনবাবগঞ্জ—২ আসনে জাতীয় পাটির খুরশেদ আলম বাচ্চু তার কাছে তার দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।
প্রতিনিধি/এসএস

