সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনব: মনোনয়ন জমা শেষে পরওয়ার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তন আনব: মনোনয়ন জমা শেষে পরোয়ার
খুলনা-৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

দেশবাসী এখন পরিবর্তন চায়। যারা দীর্ঘ ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা করেছে, তারা পরীক্ষিত ও ব্যর্থ। আমরা বিশ্বাস করি ‘উই উইল ব্রিং দ্য চেঞ্জ’। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে ছিল ব্যস্ততা ও রাজনৈতিক উত্তাপ।


বিজ্ঞাপন


এ দিন সকাল সাড়ে ৯টার দিকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন।

এদিন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়।

খুলনা-৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা-৬ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-২ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুনাইন হেলাল, খুলনা-১ আসন থেকে জামায়াত মনোনীত কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র দাখিল করেন। সর্বশেষ বিকেলে খুলনা-৪ আসন থেকে মাওলানা কবিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

received_1721947372099525


বিজ্ঞাপন


এ ছাড়া খুলনা-৩ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান আঞ্চলিক নির্বাচন অফিস, খুলনা ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। গতকাল আরও দুটি দল যুক্ত হওয়ায় জোটের সংখ্যা দাঁড়িয়েছে দশে। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে।

তিনি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতি ও রিগিংয়ের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

রংপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আখতার হোসেন

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে আলোচনা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ধর্ম নয়, ন্যায়, ইনসাফ ও সুশাসনই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি। ভিন্ন ধর্মাবলম্বীরাও এই দর্শন সমর্থন করলে জামায়াতে যুক্ত হতে পারেন।

নিজের প্রতিক্রিয়ায় কৃষ্ণ নন্দী বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমানসহ সব ধর্মের মানুষের কাছ থেকেই তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং খুলনা-১ আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায়, সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর