হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, এবার জনগণ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দেখতে চায়। সবাই অধীর আগ্রহে আছেন দীর্ঘদিন পর ভোট দেওয়ার জন্য। আমরা সারা দেশের আসন নিয়ে খুব আশাবাদী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ড. রেজা কিবরিয়া বলেন, জনগণ যদি ঠিকমতো ভোট দিতে পারে তাহলে হবিগঞ্জ-১ আসনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমি মনে এবার দীর্ঘদিন পর মানুষের প্রত্যাশা পূরণ হবে। ইনশাল্লাহ বিএনপি এবার সরকার গঠন করবে।
সময় তার সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/ এজে

