সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় মান্নার আসনে বিএনপির মনোনয়ন পেলেন মীর শাহে আলম

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

BNP
বগুড়ায় মান্নার আসনে বিএনপির মনোনয়ন পেলেন মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে গুঞ্জন দেখা দিয়েছে। বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর শাহে আলমকে।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ।


বিজ্ঞাপন


এর আগে, বিএনপি থেকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্নাকে আসনটি ছাড় দেওয়া হয়েছিল। তবে ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আজ সকালে ঢাকার চেম্বার আদালত ঋণ খেলাপি থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়। এতে করে বগুড়া-২ আসন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেন, ‘আজ দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ বিকেল ৩টায় আমি বিএনপি নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করব।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, ‘মীর শাহে আলমকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ওই আসনে মাহামুদুর রহমান মান্নাকে আসন ছাড়ার কথা ছিল। এখন দল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর