সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:০০ এএম

শেয়ার করুন:

যশোরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল জামায়াত নেতার
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় শরিফুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতা নিহত হয়েছেন। তিনি একজন হোমিও চিকিৎসক। আহত হয়েছেন কামরুজ্জামান নামে মোটরসাইকেলের আরেক আরোহী।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মণিরামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শরিফুল ইসলাম উপজেলার হানুয়ার গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে। তিনি মণিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। রাজগঞ্জ বাজারে তার হোমিও চিকিৎসা কেন্দ্র রয়েছে।

আহত কামরুজ্জামান হানুয়ার গ্রামের ওমর ফারুকের ছেলে। তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, শরিফুল ইসলাম ও কামরুজ্জামান উপজেলার জালঝাড়ায় দলের কর্মসূচি শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। মণিরামপুর সরকারি কলেজের সামনে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের বাইকটিকে ধাক্কা দেয়। এ সময় দুজনে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পাকা রাস্তার উপর ছিটকে পড়েন। দুজনেই বুকে ও মাথায় মারাত্মক আঘাত পান।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, হাসপাতালে আনার পর আমরা শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পেয়েছি। আহত অপরজন চিকিৎসাধীন আছেন।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, মরদেহ মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর