সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে হাঁস চুরি নিয়ে দুপক্ষে সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে হাঁস চুরি নিয়ে দুপক্ষে সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলায় খামার থেকে হাঁস চুরি হওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোড়াকরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, সম্প্রতি উপজেলার মোড়াকরি গ্রামের আলকাছ মিয়ার খামার থেকে হাঁস চুরি হয়েছে বলে দাবি করেন খামার মালিক। এর জন্য প্রতিবেশী আফজাল আলিকে সন্দেহ করলে তাদের মধ্যে ঝগড়া হয়।

বিষয়টি মীমাংসার জন্য গত শনিবার স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হলে সালিশ পণ্ড হয়ে যায়।

এর জের ধরে রোববার বিকেলে পুনরায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়া হয়। এতে দু’পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, একটি খামার থেকে হাঁস চুরির ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর