সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাদারীপুরে ইয়াবা ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ এএম

শেয়ার করুন:

মাদারীপুরে ইয়াবা ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেফতার

মাদারীপুরে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশ ওরফে আকাশ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।


বিজ্ঞাপন


এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মৃত পল্টু ফকিরের ছেলে।

পুলিশ জানায়, পশ্চিম রাস্তি এলাকায় ভাড়া বাসায় মাদক বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ বাসার ছাদের টিন কেটে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

এ সময় তার বাসা তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন, মাদক বিক্রির নগদ ৬৭ হাজার ১০০ টাকা এবং অবৈধ কাজে ব্যবহৃত তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, আকাশের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন এবং একাধিক মাদক মামলাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে।


বিজ্ঞাপন


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলম বলেন, শীর্ষ সন্ত্রাসী পল্টু আকাশের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবারের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি আরো জানান, এর আগেও বিভিন্ন সময় গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের অভিযানে আকাশ গ্রেফতার হয়ে কারাভোগ করেন। জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর