সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলন, যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে অবৈধভাবে বালু উত্তোলন, যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম ইসলামকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের শীশাতলী বাজার সংলগ্ন দেওনাই নদী থেকে অবৈধভাবে দুটি ট্রাক্টরের মাধ্যমে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


দণ্ডপ্রাপ্ত মাসুম ইসলাম নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকাশকুড়ী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা, আরও একজন গ্রেফতার

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দেওনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। ভারী ট্রাক্টর ও অন্যান্য যানবাহন চলাচলের কারণে এলাকার গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

thumbnail_1000176687


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার। অভিযানে নীলফামারী সদর থানা পুলিশ সহযোগিতা করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর