আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মাধবপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, আজীবন মাধবপুর ও চুনারুঘাট এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো।
সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশ ও জাতির জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ চাই, যেখানে মানুষ নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হলেই রাষ্ট্রে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ মো. হুমায়ুন, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফখাত আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

