সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইল-২: মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

নড়াইল-২: মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন পুনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেক নেতাকর্মীকে কাফনের কাপড় পরে অংশ নিতে দেখা যায়।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নড়াইল শহরের মালিবাগ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবর রহমান মন্নু জমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন: সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ; লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু ও সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম; নড়াইল পৌর বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।

সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত তিন দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। এছাড়া একই দাবিতে গত শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে মশাল মিছিল করেছেন তার অনুসারীরা।


বিজ্ঞাপন


গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে মনিরুল ইসলামকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। প্রথম ঘোষণার ২০ দিন পর তার পরিবর্তে ড. ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর