সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

বরগুনায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ
বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তারের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত।

তীব্র শৈত্যপ্রবাহ ও সূর্যের অনুপস্থিতিতে বরগুনা জেলায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন, তাদেরও কাঁপতে কাঁপতে চলাচল করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

বুধবারও (২৮ ডিসেম্বর) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনের ন্যায় আজও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বরগুনা জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তারের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন


thumbnail_3284

আরও পড়ুন

শীতে বিপর্যস্ত খুলনা উপকূলের জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

thumbnail_3271

প্রশাসনের একটি দল গাড়িযোগে বরইতলা ফেরিঘাট এলাকায় পৌঁছে খেয়া পারাপার করে মাঝি, স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন। সেখান থেকে বরগুনা শহরমুখী সড়কের বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। সন্ধ্যার দিকে বরগুনা কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এদিন মোট প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_3297

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, এনডিসি সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান।

thumbnail_3297

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, শীতের এই দুর্যোগপূর্ণ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অগ্রাধিকার। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এই কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর