ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলনে ও আধিপত্যবাদের আগ্রাসনে শহীদ হওয়া ওসমান হাদি, আবরার ফাহাদ ও ফেলানীর নামে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নামকরণের দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন ক্যাম্পাসে নির্মাণাধীন আবাসিক হলগুলোতে এ নামকরণ করার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও তারা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান।
রোববার (২৮ ডিসেম্বর) এসব দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও বাংলাদেশ আজও পুরোপুরি আধিপত্যবাদের শিকল থেকে মুক্ত হতে পারেনি। উল্টো এ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে অনেককে। তার মধ্যে বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ এবং সর্বশেষ ১৮ ডিসেম্বর শহীদ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি।
তারা উল্লেখ করেন, আধিপত্যবাদের নির্মমতার প্রতীক হিসেবে শহীদ ফেলানীর নামও বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে গভীরভাবে পরিচিত। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের আবাসিক হলগুলোর নাম শহীদ ওসমান হাদি হল, শহীদ আবরার ফাহাদ হল এবং শহীদ ফেলানী হল করার প্রস্তাবনা দিয়েছেন শিক্ষার্থীরা। এ দাবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সর্বসমর্থন রয়েছে বলেও তারা জানান।
তারা আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের দিনগুলোতে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অগ্রগণ্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি হামলার পর সেই আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র আকার ধারণ করে। তবে অভ্যুত্থানের ১৭ মাস পেরিয়ে গেলেও, যাদের উপস্থিতি ও প্রত্যক্ষ-পরোক্ষ ভূমিকার কারণে ওই ন্যক্কারজনক হামলা সংঘটিত হয়েছিল, তাদের বিরুদ্ধে এখনও কোনো দৃশ্যমান বিচার হয়নি। এই প্রেক্ষাপটে কুবি শিক্ষার্থীরা অবিলম্বে জুলাই আন্দোলনে হামলার জন্য দায়ীদের বিচার দাবি করেন।
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, শহীদদের নামে আবাসিক হলের নামকরণ করা হলে তাদের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে রহমান থাকবে। একই সঙ্গে এটি হবে অন্যায়, নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর একটি প্রাতিষ্ঠানিক বার্তা। শিক্ষার্থীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মাননীয় উপাচার্য বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

