দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, আলহাজ আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না।
এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরের কন্যা। তার পক্ষে আমরা মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমরা আশাবাদী, বিপুল ভোটে তিনি জয়ী হবেন।
তিনি আরও বলেন, এ পর্যন্ত তিনি ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারও আমরা একই প্রত্যাশা করি— এই আসনে তিনি জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বিজয়ী হবেন।
বিজ্ঞাপন
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে দুলাল বলেন, তিনি অসুস্থ। তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দেশ গড়ার কাজে অংশ নিতে পারেন।
প্রতিনিধি/ এজে

