সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি এক বিশেষ গাড়িবহর নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
বিজ্ঞাপন
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম এমদাদুল হক। স্মৃতিসৌধে তাঁদের অভ্যর্থনা জানান ঢাকার জেলা প্রশাসক রেজাউল করিম এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
প্রধান বিচারপতির আগমন উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে দুপুর থেকে দর্শনার্থী প্রবেশ সাময়িক বন্ধ রাখা হয়। বিচারপতি স্মৃতিসৌধ ত্যাগ করার পর তা পুনরায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রতিনিধি/একেবি

