বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন বলেছেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। পরিস্থিতি এমন থাকলে ইনশাআল্লাহ আমরা এ যাবতকালের সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি।’
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। তিনি সাবেক মন্ত্রী ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের ভাই।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি আরও বলেন, ‘আজ মনোনয়নপত্র জমা দিলাম। এখন নির্বাচনের সুন্দর পরিবেশ বিরাজ করছে। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি; আমরা আশা করছি, এবার উৎসবমুখর পরিবেশে প্রত্যেক ভোটার ভোটকেন্দ্রে যাবেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব তবে বিএনপির প্রার্থী হিসেবে আমি ধানের শীষে ভোট আশা করি। বিশেষ করে তরুণদের প্রথম ভোটটি যেন ধানের শীষের পক্ষে হয়।’ এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী লড়ছেন। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এই আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী।
প্রতিনিধি/একেবি

