রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

দক্ষিণ উপকূলীয় অঞ্চল বরগুনায় ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা কয়েকদিন ধরে উত্তরের হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা জেঁকে বসায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সকাল থেকে দুপুর গড়ালেও কুয়াশার ঘনত্ব এতটাই বেশি থাকছে যে গ্রামাঞ্চল ও সড়কপথ দীর্ঘ সময় অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে। সূর্যের দেখা মিলছে না, ফলে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছে ৫০ মিটারের নিচে, যা সড়ক ও নৌপথে চলাচলে সর্বোচ্চ ঝুঁকি বাড়াচ্ছে।


বিজ্ঞাপন


রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯১ শতাংশ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া অফিস জানা যায়, আগামী কয়েকদিন কুয়াশা অব্যাহত থাকতে পারে এবং রাত ও ভোরের দিকে শীত আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বরগুনা সদর হাসপাতালের সামনে অপেক্ষমাণ পথচারী শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে খুব ঠান্ডা। কাজের জন্য বের হয়েছি, কিন্তু শরীর ঠিকমতো সায় দিচ্ছে না। সূর্য না উঠলে শীত আরও বেশি লাগে।

একই কথা জানান শহরের কলেজ রোড এলাকায় হাঁটতে থাকা বৃদ্ধা রফেজা বেগম। তিনি বলেন, শীতে রাতে ঘুম হয় না। গায়ে দেওয়ার মতো ভালো কম্বল নাই। ঠান্ডা খুব কষ্ট দিচ্ছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, শীতের পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। সরকারি উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম্বল কম পাওয়া গেছে। যতটুকু পাওয়া গেছে, তা দিয়েই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ করছি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর